SOCIAL SHARING

allcoder facebook allcoder google+ allcoder twitter
Share

Tuesday, January 28, 2014

AIMP3 Audio Player পিসিতে গান শুনুন অবিশাস্য এইচ.ডি. সারাউন্ড কোয়ালিটি তে!!



 আসসালামু আলাইকুম....
আজকে আপনাদের দেখাবো হাই কোয়ালিটি (৩২০ কেবিপিএস) গানের আসল মজা কিভাবে নিতে পারবেন। সামান্য কয়টা ধাপ অনুসরণ করে আপনি পেতে পারেন গান শোনার অন্যরকম এক মাত্রা!
এজন্য আপনার কাছে AIMP3 অডিও প্লেয়ারটি

থাকতে হবে। সত্যিকার অর্থেই চমৎকার একটি অডিও প্লেয়ার!!

এইবার কাজ শুরু করা যাক...... প্রথমে প্লেয়ারটি সেটআপ দিন আর একটা গান প্লে করুন।



Click on image for full size view.



এবার নিচের ধাপগুলো অনুসরণ করুন..... (নম্বরগুলো স্ক্রিনশটের সাথে মিলিয়ে নিবেন)

১. প্লেয়ারের উপরের বাম কোণে সেটিংস আইকনে ক্লিক করুন। একটা নতুন উইন্ডো আসবে।

২. বামপাশের প্যানেল থেকে Transform Options সিলেক্ট করুন।

৩. এবারে ডানপাশের নিচের কোণে DSP Manager এ ক্লিক করুন। নতুন একটা উইন্ডো আসবে।

৪. Enhancer নির্দেশকটি ড্রাগ করে 2.40x এ নিয়ে যান।


Click on image for full size view.



৫. Equalizer ট্যাব এ ক্লিক করুন।

৬. Switch on the Equalizer বক্স এ টিক দিন।

৭. Presets এ ক্লিক করুন।

৮. Headphones সিলেক্ট করুন।

৯. Apply তে ক্লিক করুন।



Click on image for full size view.



ব্যাস হয়ে গেল! তফাৎ বুঝতে পারছেন তো!!

DOWNLOAD LINK:
 

 
ধন্যবাদ। কোন সমস্যা হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। 
(সংগ্রহিত পোস্ট)।