SOCIAL SHARING

allcoder facebook allcoder google+ allcoder twitter
Share

Tuesday, December 24, 2013

**মেগা পোস্ট** কিভাবে বানাবেন নিজের ওয়েব ব্রাউজার....















কিভাবে বানাবেন নিজের ওয়েব ব্রাউজার — এই পোস্টটি শুধুমাত্র প্রোগ্রামিং এ মজা দেয়ার জন্য বানানো।
অনেক ধরণের ওয়েব ব্রাউজার আছে যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, গুগল ক্রোম এবং  অনেক ইন্টারনেট ব্রাউজার। কিন্তু নিজের তৈরি ব্রাউজার দিবে আপনাকে আরো নিয়ন্ত্রণে  সক্ষমতা। তাহলে চলুন বানিয়ে ফেলি নিজের ওয়েব ব্রাউজার।ভাবছেন কিভাবে বানাবেন নিজের ওয়েব
ব্রাউজার ?
ওয়েব ব্রাউজার বানাতে এইখানে আমার ভিজুয়াল  বেসিক  ব্যবহার করব।
ধাপ সমূহঃ
  1. ভিজুয়াল বেসিক ডেভেলপার কেন্দ্র ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড অথবা একটি ইনস্টলেশন ডিস্ক ব্যবহার করে আপনার কম্পিউটারে ভিসুয়াল বেসিক ইনস্টল করুন।
    ডাউনলোড লিঙ্কঃ  ভিজুয়াল বেসিক
    406px-Make-a-Web-Browser-Step-1
  2. ভিসুয়াল বেসিক চালান এবং ফাইল মেনু যান এবং  নতুন একটি প্রকল্প শুরু করতে  ক্লিক করুন ”New Project
    401px-Make-a-Web-Browser-Step-2
  3. ব্রাউজ ওভার ”Text” এবং  নির্বাচন করুন “Web Browser”  প্রদর্শিত ফর্ম পাতায়।
    670px-Make-a-Web-Browser-Step-3
  4.  মেনু বারে “View”  তে  যান, ব্রাউজ ওভার করুন  “Other Windows”  এবং “Toolbox“ এ   ক্লিক করুন। এখন আপনি ভিজুয়াল বেসিক টুল বক্স দেখতে পাবেন।
    504px-Make-a-Web-Browser-Step-4

  5. টুল বক্স এর  WebBrowser  টুল এ  ডবল ক্লিক করুন।
    Make-a-Web-Browser-Step-5
  6. ফর্ম উপরের ডানদিকে ডান তীর আইকন টিপুন এবং ক্লিক করুন “Undock in Parent Container” । এটি ভিসুয়াল বেসিক ইন্টারফেসের full-screen থেকে smaller window তে পরিবর্তন করবে।
    479px-Make-a-Web-Browser-Step-6
  7. আপনার পছন্দসই আকার ওয়েব ব্রাউজার ফর্ম  বানান।
    426px-Make-a-Web-Browser-Step-7
  8. আপনি পরিদর্শন করতে ইচ্ছুক যে কোনো ওয়েবসাইট   URL (ইউনিফর্ম রিসোর্স লোকেটার) এ দিন। এটি টেস্ট ওয়েবসাইট হিসাবে খুলা হবে ।
    Make-a-Web-Browser-Step-8
  9. একটি নতুন বাটন তৈরি করুন এবং এটির বৈশিষ্ট্য নির্ধারণ করুন।
    Make-a-Web-Browser-Step-9
    যেমন  ”Go”  বাটনটি “GoBtn” হিসাবে ব্যবহার হবে।
  10. ডবল ক্লিক করে বাটনটি ট্রিগার করুন। এটি একটি সাব প্রাইভেট  পপ আপ করবে। নিম্নলিখিত কোড লিখুন private এবং শেষ subs মধ্যে (যে কোন ওয়েব সাইটের ঠিকানা দিয়ে “URL” টি প্রতিস্থাপন করতে পারেন).
    • WebBrowser1.Navigate(URL) এইখানে
    Make-a-Web-Browser-Step-10
  11.  ক্লিক করে বাটন পরীক্ষা করুন।
    670px-Make-a-Web-Browser-Step-11
  12. টুলবক্স থেকে TextBox  টুল নির্বাচন করুন।
    Make-a-Web-Browser-Step-12
  13. TextBox টুল টেনে আনুন এবং এটা  আপনার  তৈরি  নিজস্ব ওয়েব ব্রাউজার ফর্মে ড্রপ করুন।
    670px-Make-a-Web-Browser-Step-13
  14.  টেক্সট বক্সের নাম হিসাবে “addressTxt“ দিন।
    Make-a-Web-Browser-Step-14
  15. আপনি আগের তৈরি করা  বাটন এ যান এবং  URL প্রতিস্থাপন  করে “addressTxt.Text” দিয়ে। এটি আপনাকে URL থেকে আপনার কাঙ্ক্ষিত  নিবে যা আপনি ব্রাউজার এ লিখবেন।
    Make-a-Web-Browser-Step-15
  16. আপনি ওয়েব ব্রাউজা এর  ফাইল  সংরক্ষণ করতে   উপরের মেনু থাকে File এ ক্লিক করে Save all বাটন আসলে তাতে ক্লিক করে সেভ করুন।
    452px-Make-a-Web-Browser-Step-17
হয়ে গেলো ব্রাউজার তৈরি করা। এখন কোথাও না বুঝলে  কমেন্ট এ পোস্ট করুন। আশা করি আপনারা ব্রাউজার বানাতে পারবেন।
পোস্টটি wikiHow এর সাহায্যে বানানো ।

ধন্যবাদ। ............... কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। ....... .......