SOCIAL SHARING

allcoder facebook allcoder google+ allcoder twitter
Share

Sunday, November 10, 2013

Google Chrome প্রেমিদের জন্য কিছু অসাধারণ Extensions::::

Google Chrome প্রেমিদের জন্য কিছু অসাধারণ Extensions::::

গুগল ক্রম Extensions নিয়ে নিন নয়তো বিরাট মিস করবেন।
বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালই আছেন। বন্ধুরা আমি আজ আসলাম গুগল ক্রম ভক্তদের জন্য কিছু অসাধারণ Extensions নিয়ে আসলাম। চলুন দেখি না কি কি Extensions

 আছে?

১. Photo zoom for facebook:
আসলে এই Extensions টি এক্কে বারে চরম একটি Extensions। এটি আপনি আপনার ফেসবুক ব্যবহারের ধারনাই পালটে দেবে। এই Extensions এর মাধ্যমে আপনি কোন ছবিকে দেখতে ইচ্ছে করলে তা Click করে দেখতে হবে না। এই Extensions টি থাকলেই চলবে। কোন ছবির উপর মাউস রাখলেই ছবিটি অটোমেটিক বড় হয়ে যাবে তার সাইজ অনুযায়ি।ডাউনলোড করে নিন।

নিচের কিছু ছবি দেখে নিন।

২. AdBlock
এটি এমন একটি Extensions যা আপনাকে বিভিন্ন ওয়েবসাইটের বিরিক্তকর ADD দেখা থেকে বাচাবে অর্থাৎ যে কোন ধরনের ADD কে এই Extensions হাইড করে দিবে অনেকটা নিচের ছবির মত। ডাউনলোড করে নিন। ক্লিক করুন
৩. Awesome New Tab Page
এটি আপনার  New Tab এর ডিজাইন পরিবর্তন করে দেবে। এটি এমন ভাবে পরিবর্তন করে দিবে যে আপনি অতি সহজে আপনার বিভিন্ন ওয়েবসাইট এর ঠিকানা সেভ করে রাখতে পারবেন। এছাড়া এটি দেখতে খুবই সুন্দর এটি গুগল ক্রমকে অসাধারণ রুপ দেয় ডাউনলোড না করলে বুঝতে পারবেন না। ডাউনলোড করে নিন।
নিচের ছবিটি দেখেনঃ
৪. Facebook Messenger
এটির নাম দেখে অবশ্যই বুঝতে পারছেন এটি কি? এটি একটি Facebook Messenger । এর মাধ্যমে আপনি আপনার গুগল ক্রম থেকে সরাসরি Chat করতে পারবেন। আমরা অনেক সময় ফেসবুক চালু রেখে অন্য অয়েবসাইটে কাজ করি তাই অন্য কেউ মেসেজ পাঠালে আবার সেই ফেসবুক এ যেতে হয়। এখন থেকে আর যাওয়া লাগবে না। এটি দ্বারা যে কোন পেজ থেকে Chat করতে পারবেন।  ডাউনলোড করে নিন।
নিচের ছবিটি দেখুনঃ


কোনো সমস্যা হলে কমেন্ট করবেন । ভালো থাকবেন ।তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লহ হাফেজ ।
----------------------------------------------------------------------------------------------------------