SOCIAL SHARING

allcoder facebook allcoder google+ allcoder twitter
Share

Saturday, November 23, 2013

মজিলা ফায়ারফক্সে বাংলা পড়ার সমাধান










আস্সালামু আলাইকুম। আশা করি আপনারা সবই  ভালো আছেন  ।
বাংলা লেখার জন্য যারা অভ্র সফটওয়্যার ব্যবহার করেন তাদের জন্য অটোমেটিক বাংলা ফন্ট কম্পিউটারে ইন্সটল হয়ে যায়। এখন আপনি যদি অভ্র সফটওয়্যার ব্যবহার না করেন তাহলে যে কোনো একটি ইউনিকোড বাংলা ফন্ট ডাউনলোড করে ইন্সটল করে নিতে পারেন। তারপর নিচের ধাপগুলো অনুসরণ করুন। আমরা এখানে

সিয়াম রূপালি (Siyam Rupali) ফন্টটি ব্যবহার করব যা অভ্র সেটআপ দিলে ডিফল্ট ফন্ট হিসেবে সিলেক্ট করা থাকে।
প্রথমে ফায়ারফক্স এর tools->options এ গেলে নিচের screen আসবে। এখানে default font হিসেবে অন্য font থাকবে।






















আপনার কাজ হল default font এর পাশে যে advanced tab আছে সেটাতে ক্লিক করুন। তারপর নিচের স্ক্রিন এর মত সেটিং করে দিন। default character encoding অবশ্যই Unicode(Utf-8) সিলেক্ট করবেন। তারপর ওকে করুন।আশা করি সমাধান হবে এবং ঝকঝকে বাংলা দেখতে পাবেন সব জায়গায়।




















এভাবে অন্য যে কোনো ইউনিকোড বাংলা ফন্ট দিয়েও করা যায়।
ধন্যবাদ। কোন সমস্যা হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।