
চলতি বছর অ্যাপল উন্মোচন করেছে দুটি সিরিজের নতুন আইফোন ৫ ও ৫সি। এ দুটি মডেলেই হতাশ হয়েছেন অ্যাপল ভক্তার। এরই মধ্যে আইফোন ৫সি মডেল নিয়ে প্রচুর অভিযোগ উঠেছে। আগামী বছর ভক্তদের চমক দিতে আনতে
পারে নতুন আইফোন।ইতিমধ্যে আইফোন ৬ মডেলের অবয়ব পরিকল্পনা করেছে অ্যাপল। নতুন আইফোনের আকৃতি হবে ৪.৮ ইঞ্চি। চীনের আইফোন উৎপাদন কারখানায় নতুন পণ্য তৈরির অর্ডার জমা পড়েছে। আগামী বছরের সেপ্টেম্বর মাসকে লক্ষ্য করে পণ্য তৈরির প্রস্তুতি নিচ্ছে অ্যাপল।
নতুন আইফোন তৈরির প্রয়োজনীয় খুচরা পণ্য নিয়ে দরদাম করছে অ্যাপল পণ্য সরবরাহকারীরা। আইফোন ৬ মডেলের দাম ৪৫০ থেকে ৬০০ ডলারের মধ্যেই সীমাবদ্ধ রাখার পরিকল্পনা চলছে বলে জানিয়েছে অ্যাপল কতৃপক্ষ। সময় বলে দিবে বাকি কথা, আপাতত আমরা অপেক্ষায় আছি নতুন মডেলের আই ফোন ৬ এর ।
ধন্যবাদ ।