SOCIAL SHARING

allcoder facebook allcoder google+ allcoder twitter
Share

Saturday, November 30, 2013

বাংলালিংক ফ্রি ইন্টারনেট জাভা মোবাইল এবং android মোবাইল এ (আপডেট :১-১২-২০১৩)













 পোস্টের শুরুতেই সবাইকে জানাই সালাম। আজ আপনাদের সাথে খুব প্রয়োজনীয় একটি টপিক নিয়ে আলোচনা করবো, আশা করি টপিকটি আপনাদের কাজে আসবে।
বাংলালিংক free net trick (update) ANDROID ইউসাররা প্রথমে নিচের মত
করে সেটিংস বানানঃ 
APN:786TECHTIPS
PROXY:82.145.209.241 (update)
PORT: 80
এবার যেকোনঅপেরামিনিত ঢুকুন > প্রথমে 0.facebook.comএর ভিতরে ঢুকে comment এ www. বা http:// এটি লেখার পরে যে সাইটে যেতে চান সেই সাইট লিখে ঢুকে ইচ্ছে মত Browsingআর Downlod  দিন এ পদ্ধতিতে আরামসে ১৫ মেগার নিচের ফাইল ডাউনলোড করতে পারবেন ।এবার আসি কিভাবে ১৫ মেগার বড় ফাইল ডাউনলোড দিবেন => যখন ফাইলটা ডাউনলোড দিবেন তার আগে অপেরাতে আরেকটা Tabখুলুন । (DOWNLOAD এ ক্লিককরবেন না )
=>এবার0.facebook.com এইএড্রেসে ঢুকেন ।
=> তারপর আগের Tab এ গিয়ে ফাইলটা ডাউনলোডে ক্লিক করে সাথে সাথে 0.facebook.com এই Tab টাতে ফিরে এসে পেজটা reload/refresh দিন।
( এইখানে একটুতাড়াতাড়ি কাজটা করতে হবে )=> এরপর পেজটি সম্পূর্ণ reload হলে তারপর আপনার ফাইলটি (যেটা ডাউনলোডকরবেন ) save দিন । ( সম্পূর্ণ পেজটি reload হওয়ার আগে save option আসলেও save এ ক্লিক করবেন না ) দেখবেন কিছুক্ষনের মধ্যেই আপনারdownload
শুরু হয়ে যাবে |

বি  দ্র :জাভা ইউসাররা ঠিক  এইভাবে কাজ গুলা করবেন। দেকবেন ডাউনলোড হচ্ছে ।

ধন্যবাদ। কোন সমস্যা হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। 
কোনো ভুল হলে ক্ষমা করবেন ।
এইরকম আরোও ফ্রি নেট এর  ট্রিক জানতে নিয়মিত আমার ব্লগ এ ভিসিট করুন । ধন্যবাদ >>>>