সবাই পারলে আপনি পারবেন না কেন? তৈরি করুন GIF ইমেজ (ঈদ শুভেছা)

আমাদের মধ্যে এমন অনেকে ই আছেন যারা GIF ইমেজ ভালোবাসেন । কিন্ত কখনো ই কি ভেবেছেন যারা এই সব GIF ইমেজ তৈরী করে সেগুলো আপনি নিজে তৈরী করবেন । আজ আমি আপনাদের শেখাবো কিভাবে GIF ইমেজ তৈরী করতে হয় তার নিয়ম।GIF ইমেজ তৈরি করতে
এখানে ক্লিক করুন, তাহলে একটি পেজ চালু হবে।
এখন add pictures এ ক্লিক করুন , যে ছবি গুলো দিয়ে GIF বানাতে চান সেগুলো সিলেক্ট করুন। আমি চারটি নিয়েছি আপনিও নিতে পারেন আমার মত করে।

এবার Continue বাটনে ক্লিক করুন ।

এখন এনিমেশন তৈরির জন্য Create your gif বাটনে ক্লিক করুন।

এবার Save হতে কিছু সময় নিবে অপেক্ষা করুন।

সবশেষ Download বাটনে ক্লিক করে সেভ করে রাখুন।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।